সাধারণ মানুষ: দুর্বলতা আর শক্তি
একটি প্রশ্ন
কী ঘটেছে, কে ঘটিয়েছে, কীভাবে ঘটিয়েছে বা কী ঘটবে এসব কথা জানে না, এই সময়ে সোস্যাল মিডিয়াতে এমন কেউ আছে বলে মনে হয় না। এখন সংবেদনশীল অভিজ্ঞ মানুষের কাছে সাধারণ মানুষ শুনতে চায় এই দু:সময়ে তারা কীভাবে কী ঘটাতে পারে সেই দিক নির্দেশ।
একটি উত্তর
সাধারণ মানুষ কী ঘটাতে পারে, সেটা হলো রাজনৈতিক পরিবর্তন পাঁচ বছর অন্তর অন্তর। কিন্তু যখন প্রতি টা দল গুয়ের এপিঠ আর ওপিঠ তখন সেই গু নিয়েই কাজ চলানো তা সেই সাধারণের বাধ্য ধারাবাহিকতা তে পরিণত হয়ে যায় আর সেটা তত দিন হতে থাকবে যত দিন সাধারণ মানুষ আবার থেকে জেগে উঠে অসাধারণে পরিণত না হবে ' তবে, জীবনের বাস্তবিকতা হলো সেই সাধারণ থেকে অসাধারণ পরিণত মানুষ যে আবার খুব তাড়াতাড়ি গণেশ ঠাকুর হয়ে যায় (অথবা জর্জ ওরভেল এর শুকর নেতা ) . কাজে কাজেই এই সাধারণ থেকে অসাধারণ হবার ধারাবাহিকতা যে সমাজ অব্যহত রাখতে পারবে শুধু সেই সমাজ এগিয়ে যাবে বাকি রা শুধু ইতিহাসের পাতাতেই যাবে স্মৃতি হয়ে.
Anup Mukherjee
Comments
Post a Comment