বছর শেষের প্রাপ্তি

 


বচ্ছর শেষের প্রাপ্তি
২০২১ শেষ হলো যে
সেটাই সবচেয়ে বড়
হলো যে প্রাপ্তি।

দু হাজার বিস, কে যে,
কেনো যে, ছড়িয়ে দিলো
চেনা অচেনা এই বিশ্বে,
অদ্ভুত এক বিষময় বিষ।

একুশ ও শেষ হলো,
ভেবেছিল মানুষ জনে
যুদ্ধ বোধ হয় সাঙ্গ হলো,
বিষের উপচার জেনে।

বিধি হলো যে বিরূপ,
যুদ্ধ আজও অবিরাম,
কোরোনা ধরে কত রূপ,
একুশের শেষেও দেখি
নেই যে কোনো বিশ্রাম।

কত শত মানুষ মরিল অকালে
কিছু অতিমারি তে, কিছু গেলো
দেশে বিদেশে, গুলি, বোমা, ছুরি,
অকালে জীবন তাদের গেলো।

তাকিয়ে আছি বাইশের দিকে,
যেনো তাকায় চাতক পাখি
উড়ে যাওয়া মেঘের তরে,
আবার যে ফিরে এলো দেখি,
মানুষ ত্রস্ত অতিমারি তে, একী?

বছর শেষের প্রাপ্তি তবু
কিছু তো পাই, দেখি।
মানুষ রূপে নেমেছে তবু,
পরোপকারী করি জন দেখি।

হাসপাতালে ডাক্তার, নার্স,
কিছু প্রতিবেশী, ভয় কে
যারা করেছে জয়।
আত্মীয় যেখানে ভীত, ত্রস্ত,
বন্ধু যেখানে সবাই ব্যস্ত,
সেখানে এরা থেকেছে এগিয়ে,
সেবার হাত দিয়েছে বাড়িয়ে,
দাঁড়িয়েছে তারা দুস্থের পাশে,
যুগিয়ে দিয়েছে আশার আশা,
ভয় করে জয়, দিয়েছে ভাষা।

এটাই শুধু বছরের প্রাপ্তি,
আর প্রাপ্তি বিজ্ঞান, বিকাশ,
আশা করি পাবো আমরা অনেক,
রাখি আশা, ভরসা, বাইশের প্রকাশ।

অনুপ মুখার্জী


No comments:

Post a Comment

Know Thyself. Only You know yourself through you internal Potency