দিগন্তের শিখা

দিগন্তের শিখা 


 

সূর্যাস্তের পশ্চিমের আকাশ 
ক্যামেরা তে বন্ধ করার চেষ্টা। 
কেন মনে হচ্ছে, বুঝতে পারছিনা 
এ ক্লান্ত দিনের অবসাদ ভরা সৌন্দর্য ?
না এ ক্লান্ত মানুষের মনের আগুন, 
যে আগুন ঐ দিগন্তে কে ভরে দেয় 
নিজের লেলিহান শিখা, ধোঁয়ার মেঘ ?

গাছের মাথার ওপর যেন ধোঁয়া ভাসছে,
আর তাকে ছাপিয়ে আগুনের শিখা,
ছুঁতে চাইছে আগত সন্ধ্যার আকাশ কে 
একটি মাত্র পাখি, ছাপিয়ে, হারিয়ে  ওড়ে 
নব আকাশ পথে, আগুনের ছোঁয়ার বাইরে ।

অথবা আমি যা দেখছি, সব ই ভুল, 
এ তো আগুনের শিখা না, এ ত ধোঁয়া না, 
এ তো দিগন্তের পারের দেশের আলোর আভা 
যা ছড়িয়ে পরেছে, আমার দেশে, 
এ তো লাল গোলাপি কমলা রঙের আকাশ,
যা রোজ দেখা দেয়, সকাল সন্ধে তে ।
আমার দৃষ্টি হয়েত দুর্বল, বা সময়ের অভাব, 
দেখিনি যে এই দৃশ্য, জীবন হল প্রায় পার ।

আজি এই গোধূলি লগ্নে, পশ্চিমের রঙ, 
রাঙ্গিয়ে দিল আমার প্রান, আমার মন, 
এ যে আগুনের পরশমণি, 
গুরুদেব করেছিলেন আহবান
পরশমণির স্পর্শে জানিলাম
জীবন হল পুণ্য, পূর্ণ , এল বিশ্রাম ।

২৩ আগাস্ত ২০২০ 


 

No comments:

Post a Comment

Know Thyself. Only You know yourself through you internal Potency