তোমার জন্মদিনে শুভ আশির্বাদ সহ
এগিয়ে যাও এগিয়ে যাও
পথে তুমি যাই পাও।
জয় তোমার অপেক্ষা তে,
বেঁধোনা নিজেরে তুমি
পথে তুমি যাই পাও।
জয় তোমার অপেক্ষা তে,
বেঁধোনা নিজেরে তুমি
মানুষের বক্র কটূক্তি তে।
ভুলে যায় ফোস্কা পায়ের,
মেতে থাকো কঠোর খাটুনি তে।
অশ্রুর মূল্য কেউ না বুঝুক,
ভাসাও ভুবন তোমারি স্মিতহাস্যে।
জন্ম তোমার সাফল্য অর্জনে
পথ জ্বলন্ত, মাতিয়ে চলো, গর্বে।
থেমো না, হওনা বিহ্বল,
অভীষ্ট তোমার প্রতীক্ষাতে,
খোলা বাহু নিয়ে দাঁড়ায়ে
আলিঙ্গন করিতে তোমারে।
আশীষ বরষে তব অগ্রজ দের
ঈশ্বর দিয়ে যায় কার্যসিদ্ধির বর।
ঝড়, ঝঞ্ঝা যত হারায় দিয়ে,
এগিয়ে যাও, দাপিয়ে যাও,
নিজ জীবনে, মা, আমার ছোট্ট মা।
No comments:
Post a Comment