আমি বড়ো দ্বিধা গ্রস্ত।
জেগে আছি সেই তিনটে থেকে
বাজলো এখন চারটে
ভোর হলো, নাকি এখনো রাত,
আমি বড়ো দ্বিধা গ্রস্ত।
ছাতের কোনায় একটি টিকটিকি
চুপ করে বসে আছে,
হাপাচ্ছেন কেনো, পেট টি মোটা,
বোধ হয় আজকের ভোজন টি
হয়েছে একটি আরশোলা গোটা।
সারমেয় শুনি দু চারটি
এখনও যাচ্ছে চেঁচিয়ে
বাকিরা বোধ হয় ক্লান্ত
সারা রাত খেঁকিয়ে।
এর ভেতরই ফিরছে মানুষ
অফিস সেরে সারা রাত।
কেউ বা করে মার্কিন কাজ
কেউ বা আবার হাসপাতাল এ।
বেরোচ্ছে এখনই কিছু মানুষ
অফিস যেতে আজগের মত।
কেউ বা করেন দুর পূর্বের
কোনো দেশের কাজ,
ভারতেই বসে।
আবার কেউ বা যাবে দুর
শহরে লোকাল বাস, ট্রেন,
সাইকেল, স্কুটার ঠেঙ্গিয়ে।
কেউ বা অঘোর ঘুমে,
উঠবে কিছু আরো পরে।
বলবো কী? হলো ভোর,
ওঠো বন্ধু চোখ খোল ।
নাকি আর একটু আয়েস
দরকার আরো বিছানার কোল?
উঠবে নাকি সূর্যের পর?
আমি বড়ো দ্বিধা গ্রস্ত ।
Comments
Post a Comment