বাঃ, অপমান?


 বাহ্, অপমান?



বাহ্, বেশ কথা বলিলে
বলিছ যে দিন প্রতি দিন।
খুশি তে, আনন্দে তুমি
হও মাতোয়ারা, হাঁসি,
বক্র হাঁসি, বড়ই ক্ষীণ।

ভাবছো তুমি করিলে
মোরে অপমান, আমি শান্ত,
মেনে নিলাম তোমার করা,
নিকৃষ্ট, নিষ্ঠুর অপমান?

নাহ, না, না, মেনে আমি
নিলাম না তোমার করা,
পারো না যখন করিতে
সম্মান, করিবে কি করে
তুমি বলো, অপমান?

ইচ্ছাকৃত যতই করো তুমি
আঘাত, অপমান, অসম্মান,
আহত করতে পারোনা,
সম্মান করোনা যখন, তুমি,
অপমান করতে অক্ষম, তুমি।

আমায় অপমান করবে কী করে,
ক্ষমতাচ্যুত হয়েছ সেই কবে!
আমার চোখে যে আজ তুমি,
অপমান করতে অক্ষম 
একটি ছায়া যেন, ঘুরে বেড়ায়,
কোথাও নেই, ভেতরের মানুষ।


অনুপ মুখার্জী "সাগর"


No comments:

Post a Comment

Know Thyself. Only You know yourself through you internal Potency