বাহ্, অপমান?
বাহ্, বেশ কথা বলিলে
বলিছ যে দিন প্রতি দিন।
খুশি তে, আনন্দে তুমি
হও মাতোয়ারা, হাঁসি,
বক্র হাঁসি, বড়ই ক্ষীণ।
ভাবছো তুমি করিলে
মোরে অপমান, আমি শান্ত,
মেনে নিলাম তোমার করা,
নিকৃষ্ট, নিষ্ঠুর অপমান?
নাহ, না, না, মেনে আমি
নিলাম না তোমার করা,
পারো না যখন করিতে
সম্মান, করিবে কি করে
তুমি বলো, অপমান?
ইচ্ছাকৃত যতই করো তুমি
আঘাত, আহত করতে পারোনা,
সে ক্ষমতাচ্যুত অনেক দিন,
আমার চোখে যে আজ তুমি,
নেই, কোথাও নেই, শুধু একটি
ছায়া, কাটায় দিন প্রতিদিন।
অনুপ মুখার্জী "সাগর"
Comments
Post a Comment