গরীব কোটিপতি

 



সিং সাহেব, আমার টাকা টা দিয়ে দিন না। তিন বছর হয়ে গেল কাজ করে যাচ্ছি আর আপনি ঠিক মতন টাকা দিচ্ছেন না, অশোক নিজের টাকা নেবে আজ ঠিক করে এসেছে। ওর মেয়ের বিয়ে শুধু ১৬ দিন পর। ও সিং সাহেবের সব ব্যাবসার খাতা লিখছে প্রায় ১৫ বছর। আগে সব কথা বার্তা বর্তমান মালিকের বাবার সঙ্গে হতো, টাকা পয়সা মোটামুটি পেয়ে যেত। গত তিন বছর সমস্যা, ছেলে ঠিক মত টাকা দেয় না। প্রতি মাসেই কিছু দিচ্ছে, কিন্তু সাকুল্যে দু বছরের টাকা বাকি পড়ে আছে।

আরে অশোক, তুমি চিন্তা করছো কেনো। ব্যাস একটা পেমেন্ট আসুক তোমার টাকা টাই আগে দেবো।

সিং সাহেব, এই কথা টা তো এত দিন ধরে শুনছি।

শোনো শোনো, তুমি এতো দিন কাজ করছ কখনো সমস্যা হয়েছে? এখন আমি প্রবলেম এ আছি। ছেলের বিয়ে তে অনেক বেশি টাকা খরচ হয়ে গেলো আর ওর শশুর আমাকে যে টাকা দেবে বলেছিল সেটা আমার ছেলে নিয়ে কেটে পড়লো। আমাকে এক পয়সাও দিল না।

বাহ সিং সাহেব। সে বারে তোমার লোক আমার চেক টা ভুল কর টেলিফোন কোম্পানি কে দিল তো তুমি আমার টাকা তিন মাস আটকালে, যতদিন না তোমার টেলিফোন বিল টাকা পুরো হলো। এখন তোমার ছেলে নিজের যৌতুক এর টাকা নিয়ে চলে গেলো তো তিন বছর আটকে রেখেছো। এটা কিসের যুক্তি?

আরে আমি আটকাচ্ছি না। ব্যাস একটু দেরি হচ্ছে। লকডাউন এর জন্য আর কি।

খালি ভাঁওতা দিয়ে জীবন কাটাব সিং জি? লক ডাওন? কোটি টাকার বিয়ে দিলে ছেলের। কোটি টাকা দিয়ে মেয়ে কে আমেরিকা পাঠালে। নিজের বাড়ি ভেঙে আবার থেকে বানালে। কোনো কিছুই কম নেই। আমার বাড়ি আমি ফ্রিজ, গাড়ি, বিক্রি করলাম খাবার টাকা নেই, গয়না গাটি বিক্রি করছি, লোকের ড্রাইভার হিসেবে কাজ করছি হাতে কাজ নেই বলে। আর তুমি নিজের ওপর কোটি কোটি টাকা খরচ করে আমার সামনে কাঁদার চেষ্টা করছো যে তোমার কাছে টাকা নেই। কোটি টাকার গদি তে বসে তুমি গরীব! লজ্জা হয়ে যে তোমার পেছনে পড়ে আছি।

সিং জি, কোটিপতি হয়ে গরীব সেজে কোনো লাভ নেই।

অনুপ মুখার্জি " সাগর"


No comments:

Post a Comment

Know Thyself. Only You know yourself through you internal Potency