অপিরিচিত
ভিড়ের ভেতর তোমাকে দেখলাম,
পরিচিত? না, এ তো অপরিচিত।
পরিচিত? না, এ তো অপরিচিত।
আয়নায় সকালে নিজেকে দেখলাম,
চিনেও মনে হলো, যেন অপিরিচিত।
জীবনের সেই অধ্যায়, ছিলে তুমি বন্ধু,
পরিচয়, চেনা, জানা, বসতাম সন্ধ্যায়।
আজ মনে হয়ে দেখা, কোথায় যেন,
টিভি তে, না কোনো খবরে? না কি সিরিয়াল ?
না কি ফেস বুক, ইউ টিউব, ইত্যাদি,
নাকি কোনো বিজ্ঞাপন, ইত্যাদি ?
না কি ফেস বুক, ইউ টিউব, ইত্যাদি,
নাকি কোনো বিজ্ঞাপন, ইত্যাদি ?
হায়, স্মৃতি আমার, কেমনে করছে খেলা,
নাকি তুমি শুধু আমার প্রতিবেশী,
মাঝে মাঝে দেখি তোমায়,
সামনের রাস্তায় হাঁটতে,
ছিলে যে তুমি আমার,
এক যুগের বন্ধু।
অনুপ মুখার্জী "সাগর"
Comments
Post a Comment