নিরলস সাহিত্য সেবার জন্য পুরষ্কার আরম্ভ হওয়ার পর অনেক রকমের কবিতা দেখছি। মনে পড়ে গেলো আমাদের পড়ুয়া বয়সের একটি কবিতা
আমার সামনে এক বাড়ি
বাড়ির সামনে এক গাড়ি
গাড়ির পাশে তে এক নারী
নারী পরেছে এক শাড়ি
শাড়ির সঙ্গে একটু সিঁদুর
পাশে রয়েছে একটি ইঁদুর।
ইঁদুর টি করছে খেলা
নারীর সঙ্গে যাবে মেলা।
গাড়ি দেখালো যে রেলা
গাড়ি তে নারী মারিল ঠেলা।
নারী জামা পরেছিল চোস্ত
সামনে ছিল ল্যাম্প পোস্ট।
গাড়ি দিল ল্যাম্প পোস্টে ধাক্কা
ভয়ে শেয়াল ডাকে হুক্কা।
গরু ডাকে হাম্বা, কুকুর ডাকে ঘেউ
সবাই সবেরে ডাকে, শুনবে না গো কেউ।
অনুপ মুখার্জী "সাগর"
No comments:
Post a Comment