দুঃখী আমাকে করোনি তুমি,
দুঃখী আমাকে করোনি তুমি,
করেনি যে রাজার রাজা।
নকল পোশাক পরিয়ে সাজা,
সে সাজ তো ছিল খেলা।
দুঃখী করলো আমাকে,
সে যে শুধু আমি নিজেই
খেলা ঘরের সাজ কেন যে,
নিজের সাজঘর ভেবেই।
মন টা যে উড়িয়ে নিয়ে
গেলাম স্বর্গের রাজঘরে
মেনে নিজের রাজত্ব ওতেই ।
ভুলে গেলাম পা দুটি
যে আটকে আছে,
নুড়ি পাথর আর
ভাঙ্গা ঝাড়বাতির টুকরো তেই ।
অনুপ মুখার্জী "সাগর"

No comments:
Post a Comment