ঘুমের খোঁজে
Revised and retitled on 9 June 2020ঘুম যে হারিয়ে গেলো
এই ক্লান্ত রাত্রির আঁধারে ।
খুঁজিছে তারে সবাই
আমি যে দিশাহারা,
খুঁজি চারিদিকে।
কেউ বলে ঔষধ খা
আমি করে যাই যে যা বলে ।
একজন বলল
ইতিহাস এর দুঃখ করিস না ।
আমি নিজেকে ইতিহাস থেকে
সরিয়ে নিলাম দূরে ।
এক এসে বলল
ঢোঁক সূরা খেয়ে দেখ
আমি নিজেকে ডুবিয়ে দিলাম
সুরার সাগরে ।
বয়স্ক একজন বলল
কালী নাম জাপ কর ।
আমি থেকে এলাম শ্মশানে ।
লুটিয়ে দিলাম নিজেকে
মা কালীর চরণে ।
আমি ঘুম খুঁজতে থাকলাম
খোলা চোখের তারা দিয়ে ।
মৃগ আর মৃগতৃষ্ণার খেলা
সে যেন চলে অন্তহীন বেলা ।
আমি স্বপ্নও দেখতে থাকলাম
খোলা পলকের ফাঁক থেকে ।
ঘুম আরো দূরে যেতে থাকলো
পলক এক হবার অপেক্ষা তে
ঘুম, আসবে সে নিশ্চয়
আছে যে বিশ্বাস ।
আসবে সে এক দিন
পেয়ছি সেই আশ্বাস।
জীবনের এক সন্ধ্যা তে
আসবে সে চির বন্ধু ।
বন্ধ যখন চোখের পলক
দেখবো তাকে মুদিত নয়নে।
শুষে নেবে সে সব যন্ত্রনা
মুছে যাবে সব ক্লান্তি, দ্বিধা ।
নেমে আসবে নিদ্রার কোমল স্পর্শ
ঘুমিয়ে পড়বো আমি তারই কোলে ।
পেয়ছিল নির্বাণ বুদ্ধ
এক বৃক্ষের ছায়া তে।
পেয়েছিল দেখা রামকৃষ্ণ
নিজের মায়ের মন্দির এ।
পেয়ছিল তারাপিঠে দেখা
বামাক্ষেপা নিজের মায়ের।
আমি কি পাবোনা সাক্ষাৎ
নিজের ইপ্সিত স্বপ্নের ।
খুঁজছে সবাই যখন চতুর্দিক
টাকা, বাড়ী, আর নিজের নাম।
খুঁজছি আমি অন্তরে নিজের
নিজের অভীষ্ট, জপি শুধু তার নাম ।
চাইছি সে একবার আসুক
বক্ষে আমার'এ জড়িয়ে নিক।
তার কাঁধে মাথা রেখে
মিশে যাই তার সাথে ।
খোলা চোখে খুঁজে তাকে
আজ আমি ক্লান্ত ।
চোখ বুজে তার কাঁধে
হবো আমি শান্ত ।
ঘুম, ঘুম, আসবে ঠিক এক দিন।
পাবো আমি তারে
খোলা চোখে পাইনি তারে
পাবো তারে হৃদয়ের মাঝারে ।
Comments
Post a Comment