আমি ড্রাইভার হবো
দাদু, তোমাকে একটা কথা বলি।
বোলো না মা, কি বলবে? কিছু চাই কী ?
তোমরাও না কি যেন, সব সময় ভাবতে থাকো আমি কিছু চাইবো। আমি কি সব সময় চাইতে থাকি ?
না, আমার কিচ্ছু চাইনা দাদু। আমি না বলছি, আমি বড়ো হয়ে অনেক জায়গায় ঘুরবো, আর সেই জন্য না আমি গাড়ি চালাতে শিখবো।
সেটা তো নিশ্চই শিখবে, কোন গাড়ি চালাবে তুমি ?
সেকি, রেলগাড়ি তো রেল লাইন এ থাকে। রেল গাড়ি কেন।
দেখো, ওই যে ইষ্টিশান তা আছে না, সেখানে আমার রেলগাড়ি দাঁড়িয়ে থাকবে। একটা ইঞ্জিন হবে, সেটা আমি চালাবো, আর বাবা! না, বাবা না, তুমি আমার পাশে থাকবে। ইঞ্জিন এর পর দুটি ডিব্বা থাকবে, তাতে থাকার ঘর, সোবার ঘর, টেলিভিশন, রান্না ঘর, সব থাকবে। যখন বেরুবো, তো আমি, তুমি, আমার ডোরেমন, মা, বাবা, বড়ো মাম্মা, দিম্মা, ঠাম্মা, দাদ্দা, পিসি, সব মাসি,সব মামা, সবাই এক সঙ্গে যাবো। যখন আমার ক্ষিদে পাবে আমি ট্রেন দাঁড় করে দেব। আমরা সবাই মিলে খাবার খাবো। আমি বাবা কেও রেলগাড়ি চালানো শিখিয়ে দেব আর যখন আমার খেলতে ইচ্ছে করবে তখন তোমার সঙ্গে খেলবো আর বাবা রেলগাড়ি চালাবে।
আচ্ছা , তুমি যাবে কোথায় কোথায় ?
আমি না, দিল্লি থেকে আগ্রা যাবো। কলকাতা যাবো। বোম্বে যাবো, মাড্রাস্ ও যাবো। ওই যে পাহাড়ের মন্দির সেখানেও যাবো, আর জঙ্গলের বাঘ ও দেখতে যাবো। সমুদ্রের কাছে ও যাবো, ওই সোমনাথ না কি যেন, ওটা তুমি রাস্তা দেখিয়ে দিও আমি তো এখন ছোট্ট , অত জানিনা।
খুব ভালো হবে, সবাই ঘুরতে যাবো, কিন্তু তুমি তো অনেক বড়ো , অনেক বুদ্ধিমান হবে। তুমি তো লন্ডন আমেরিকা ও যাবে। সেখানে তো রেলগাড়ি যাবে না মা।
তাও ঠিক !! আচ্ছা আমি না প্লেন ড্রাইভার হবো।
আরে, তুমিও কত বোকা, প্লেন ড্রাইভার তো হয়ে না, প্লেন তো পাইলট হয়। আমি প্লেন পাইলট হবো আর আমার নিজের একটা বড়ো প্লেন থাকবে। তাতে করে না আমি তোমাদের সবাই কে নিয়ে লন্ডন আমেরিকা যাবো। ওটা খুব মজা হবে। আমি মেঘের ওপর দিয়ে প্লেন চালাবো নিচে তুলোর মতন লাগবে ঠিক যেন তুলো ভরা রাস্তা দিয়ে কার যাচ্ছে। আমরা ওপর থেকে সূর্য ওঠা আর সূর্য ডোবা দেখবো। চাঁদ কে ও দেখবো। আচ্ছা দাদু, চাঁদ তো টিচার বলছিলো সূর্যের থেকে অনেক কাছে তো আমি তো তাহলে শুধু লন্ডন আমেরিকা কেন আমি তো সোজা চাঁদে চলে যেতে পারবো।
বাহ্, আমার ছোট্ট পুতুল তো চাঁদের কাছে যেতে চাইছে কিন্তু মা, চাঁদের কাছে তো যাওয়া যাবে না কারণ চাঁদ তো পৃথিবীর বাইরে আকাশে অনেক অনেক দূর।
আচ্ছা ঠিক আছে, চাঁদ এ যাবো না প্লেন এ করে ঘুরে ফিরে বাড়ি এসে যাবো।
তা তো ভালো দিদু, কিন্তু রেলগাড়ি থাকবে রেল ইস্টিশান এ, প্লেন থাকবে এয়ারপোর্ট এ। তো বাড়ি থেকে সেখানে তো যেতে হবে। আর, এখন তো তুমি ইস্কুল এ পড়ছো, প্লেন রেলগাড়ি চালাবার আগে তো তোমাকে ইস্কুল কলেজ পড়তে হবে।
আমি যেন, ইস্কুল এ ক্লাস এ সব সময় ফার্স্ট আসি, তবে আমি সব থেকে আগে কার চালানো শিখবো। বাবা এখন আমাকে ইস্কুল এ ছাড়ে, মা কে বাস স্টপ এ ছাড়ে আর তারপর অফিস যায়। আমি কার চালাবো, বাবা কে, মা কে, মাম্মা অফিস ছেড়ে ইস্কুল যাবো। তারপর বিকেলে কার নিয়ে বেরুবো, আমি আর দিম্মা, আর সবাই কে অফিস থেকে তুলে বাড়ি আনবো। সেটা ভালো হবে। তুমি আমার জন্য দুধ বোর্নভিটা আর বিস্কুট রাখবে। আমি সবাই কে বাড়ি নিয়ে এসে দুধ বিস্কুট খেয়ে তোমার সঙ্গে খেলবো। ঠিক আছে ?
আর কি করবে সোনা মনি ?
দাদু, আজকে এতো কিছু করে নিলাম,এবার কার্টুন দেখবো। তুমি যাও , নিজের কাজ করো।
...............................................
বাহ্, আমার ছোট্ট পুতুল তো চাঁদের কাছে যেতে চাইছে কিন্তু মা, চাঁদের কাছে তো যাওয়া যাবে না কারণ চাঁদ তো পৃথিবীর বাইরে আকাশে অনেক অনেক দূর।
আচ্ছা ঠিক আছে, চাঁদ এ যাবো না প্লেন এ করে ঘুরে ফিরে বাড়ি এসে যাবো।
তা তো ভালো দিদু, কিন্তু রেলগাড়ি থাকবে রেল ইস্টিশান এ, প্লেন থাকবে এয়ারপোর্ট এ। তো বাড়ি থেকে সেখানে তো যেতে হবে। আর, এখন তো তুমি ইস্কুল এ পড়ছো, প্লেন রেলগাড়ি চালাবার আগে তো তোমাকে ইস্কুল কলেজ পড়তে হবে।
আমি যেন, ইস্কুল এ ক্লাস এ সব সময় ফার্স্ট আসি, তবে আমি সব থেকে আগে কার চালানো শিখবো। বাবা এখন আমাকে ইস্কুল এ ছাড়ে, মা কে বাস স্টপ এ ছাড়ে আর তারপর অফিস যায়। আমি কার চালাবো, বাবা কে, মা কে, মাম্মা অফিস ছেড়ে ইস্কুল যাবো। তারপর বিকেলে কার নিয়ে বেরুবো, আমি আর দিম্মা, আর সবাই কে অফিস থেকে তুলে বাড়ি আনবো। সেটা ভালো হবে। তুমি আমার জন্য দুধ বোর্নভিটা আর বিস্কুট রাখবে। আমি সবাই কে বাড়ি নিয়ে এসে দুধ বিস্কুট খেয়ে তোমার সঙ্গে খেলবো। ঠিক আছে ?
আর কি করবে সোনা মনি ?
দাদু, আজকে এতো কিছু করে নিলাম,এবার কার্টুন দেখবো। তুমি যাও , নিজের কাজ করো।
...............................................
Comments
Post a Comment