যত দূর মনে পড়ে
কত দূর মনে পড়ে
বুঝতে না পারি,
যত দূর মনে পড়ে
সেটা ঠিক কত দূর?
সেটা কি সত্যি দূর,
নাকি সেটাই তো পাশে।
সময় কত বহে গেছে,
হিসাব রাখতে পারিনা,
তাই তো দেখি তাকে,
একেবারে কাছে, পাশে।
বুঝতে না পারি,
যত দূর মনে পড়ে
সেটা ঠিক কত দূর?
সেটা কি সত্যি দূর,
নাকি সেটাই তো পাশে।
সময় কত বহে গেছে,
হিসাব রাখতে পারিনা,
তাই তো দেখি তাকে,
একেবারে কাছে, পাশে।
সেই কবে ভাই ফোঁটা,
সবাই মিলে সিনেমা দেখতে যাওয়া,
সে কি অনেক দূরের কথা,
নাকি এক্কেবারে কাছের কথা।
ছোট বেলা কি অনেক দূরে,
যতদূর মনে পড়ে, কাছেই।
যতদূর মনে পড়ে, ফুচকা
কিনেছি পাঁচ দশ পয়সা দিয়ে,
শুধু কি ফুচকা, যতদূর মনে পড়ে
সাথী ভেতর সেই ভরসা, ভালোবাসা।
মনে পড়ে, আর মন শুধুই খুঁজে বেড়ায়
হারানো কিছু সাথী, কিছু ভরসা,
যতদূর মনে পড়ে, কিছুই তো আর নেই,
শুধু সাথী, সেই মনে পড়া,
শুধুই সেই মনে করা।
অনুপ মুখার্জী "সাগর"
Comments
Post a Comment