ডাবল ডিম আর খাসির মাংস দিয়ে নিরামিষ মোঘলাই !!!
শুনেছেন কখনো?
না তো!
আমিও না।
তবে আজ দিল্লি শহরে এক মায়ের তার ছোট্ট শিশুর প্রতি উচ্চারিত বাক্য বন্ধ শুনে আর সেই শিশুটির দিদি কে তার বাবার দেওয়া উপদেশ শুনে একটাই কথা মাথায় এলো। এরা বোধ হয় সরসতি পুজো তে বাড়ি তে ডাবল ডিম আর খাসির মাংসর নিরামিষ মোঘলাই রান্না করতে পারে।
মা টি সন্তান কে বলছে, baby, তুমি hand clean করে নাও, mouth ও clean করে নাও and তোমার fingers wipe করে নাও।
বাবা টি শিশুর দিদি কে বললো, see, little sister কেমন সব learn করছে। তুমি ওকে help করে teach করে দাও।
আমি তিন বার ঠাকুর এর নাম নিয়ে নিজের শ্রবণ যন্ত্র গুলো পরিষ্কার করে নিলাম।
হরে কৃষ্ণ।
*পাঠক গণ, সরসতি শব্দ টি ইচ্ছাকৃত, ভুল করে ভুল বানান দিই নাই।
Comments
Post a Comment