নদি, তুমি প্রদূষিত ??


নদী তুমি প্রদূষিত ?




না, তুমি পবিত্র
যখন তুমি নেমেছিলে স্বর্গ থেকে 
এসেছিলে হিমালয়ে 
ছিলে তুমি পবিত্র 
বেঁধেছিলে নিজেকে মহাদেব এর জটায়
তোমার পবিত্রতা বেড়ে গিয়েছিল সেই বন্ধন 
পাহাড় প্রান্তর বেয়ে তুমি নেমে এসেছিলে 
সাথে নিই অসংখ উপত্যাকা 
মুক্তি দিয়েছ অসংখ প্রাণী কে 
তুমি ছিলে পবিত্র যখন তুমি আছড়ে  
পড়েছিলে সাগরের বুকে 
যাদের দিয়েছ নিজের তীরে তে আশ্রয় 
আজ তারা করেছে তোমাকে প্রদূষিত 
যাদের দিয়েছ নিজের স্রোতে নিজের জলে জীবিকা 
তারাই করেছে তোমাকে কলুষিত 
তোমার জল কে বেঁধে করছে উপার্জন 
আর বলে তুমি কলুষিত 
হে নদী, 
তুমি আজ ও পবিত্র 
ভেঙ্গে দাও বাঁধএর বন্ধন 
ভেঙ্গে দাও কুলের সীমানা
নেমে এসো 
যেমন এসেছিলে মহাদেব এর জটা থেকে এক দিন
আছড়ে পড় সাগরের বুকে আবার 
ভাসিয়ে দাও দু কুলের কলুষিত সব 
নিজেরই জলে 
তুমি এসেছিলে পবিত্র 
তুমি থাক পবিত্র 

Know Thyself. Only You know yourself through you internal Potency